আজকাল যে কি সব ট্রেন্ড শুরু হয় বাব্বাহ্!
কিছুই ঠিক বুঝে উঠতে পারিনা।
এই যেমন কালই এক জুনিয়র বললো,
আজকাল সবচেয়ে বেশি চলছে
সত্যি বলার ট্রেন্ড!
আমি একটু বিরক্তির সুরেই বললাম
সত্যিই বলা তো ঠিক,
ওটা ট্রেন্ড হতে যাবে কেন?
বেচারী ইতঃস্তত সুরে বললো
"না মানে, একদম সত্যির মতো করে
মিথ্যে বলার ট্রেন্ড"
আমায় দেখেই বুঝলো বুঝিনি কিছুই আমি।
তখনই বললো ও,
"আরেহ এর মানে হলো
এখন সবাই নিখুঁত মিথ্যে বলে
যাকে বলে একদম সত্যের কাছাকাছি মিথ্যে,
সত্যেয় মুড়োনো মিথ্যে।"
আমি জানতে চাইলাম,
তাহলে তোরা বিশ্বাস কি করে করিস?
ও বললো কে বললো বিশ্বাস করি?
সবাই জানি সবাই ই কিছুটা মিথ্যে বলছি।
তাই সবাই কিছুটা বিশ্বাস করি কিছুটা করিনা।
দীর্ঘশ্বাস উঠে এলো ভেতর থেকে।
মনে হলো এ কোথায় এলুম বাপু!
আগেই তো ভালো ছিলাম।
প্রিয়জন ছিলো পরিজন ছিলো।
কি সুন্দর বিশ্বাস ছিলো, ভালবাসা ছিলো।
আপাদমস্তক সত্যে মোড়ানো
অনুভূতির আদান প্রদান ছিলো।
আমি বিশ্বাসপ্রিয় মানুষ।
ছোটো থেকে জানি
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
তাই বিনেবিশ্বাসের এই পৃথিবীতে তো
তবে আমি বেজায় বেমানান।
তাই হয়তো এখানে আর
মানুষ খুজে পাইনা।
মানুষ খোঁজার হাজার ব্যর্থতার শেষে
রাতে নিজেকেই প্রবোধ দেই
মানুষ দেখতে অন্যরকম।
এখন আর ভালোবাসি শব্দে ভালোবাসা পাইনা
হাত হাত রাখলেও এরমাঝে উষ্ণতা পাইনা।
ভেবেছি তাপমাত্রার দোষ বুঝি!!!
এখন বুঝলাম দোষ কারোই না।
দোষ হচ্ছে ভুল সময়ে ভুল জায়গায়
আটকে পড়ায়।
ভুল হচ্ছে যেখানে মিথ্যেয় মোড়ানো
অনুভূতি বিক্রি হয়
সেখানে গিয়ে সত্যির খোজ করা।
এখন আর সত্য পথে ঘাটে থকে না
সত্য থাকে অন্তরে,
বন্দি হয়ে।