এখনও আছি আমি আগের মতোই,
শুধু পাল্লা দিয়ে বদলে গেছে সময়,
বদলে গেছে মানুষ,
বদলে গেছে ছায়া।
আধুনিক প্রয়োজনীয়তার যাতাকলে পিষ্ট অনুভুতিগুলো আজো হয়তো চিৎকার করে,
কিন্তু তবুও দিনশেষে
আমরা একেকজন মস্ত অভিনেতা।
অনুভূতিগুলো আজ পাশ কাটিয়ে যাই
শুধু মিথ্যে বেঁচে থাকার তাগিদে।
শুধু আজ হয়তো
তুমি সত্য মানুষ বলে,
মিথ্যেয় মোড়া অবাস্তব আমি।