কাল থেকে আমি আর থাকবো না।

তোমাদের মাঝে টিকে থাকার চেষ্টায়
আমি হার মেনেই নিলাম অবশেষে
কি করবো বলো?
যেভাবে বারবার ক্ষতবিক্ষত করেছো
আমায়।
আমি আর পারিনি,
বেঁচে থাকার বোঝাটা
অনেক বেশিই ভারী হয়ে গিয়েছে।

বার বার পরে গিয়েও আমি উঠে দাড়িয়েছিলাম।
আমি স্বপ্ন দেখেছিলাম বারংবার বেচে থাকার।
কিন্তু প্রতিটিবার প্রতিশ্রুতি ভঙ্গের কষ্টে
আমার ভেতর পুরোটা ভেঙ্গেচুড়ে গিয়েছে।

আমায় বলোতো,
কি পাও তোমরা এসব করে?
শরীর? সাময়িক আনন্দ??
এই কি শুধুই চাওয়া তবে?
এই যদি হয় চাওয়া তবে
রাতের পরীর কাছে কেন তোমরা যাওনা?
এই যদি হয় চাওয়া তবে
তবে ভালোবাসাও কেনো চাই তোমাদের?

এতো ঠুনকো আবেগ ঠিক কোথায় পাওয়া যায়
আমাকে কি তোমরা একটিবার ও
বলতে পারতে না?
আমিও নাহয় যেতাম সেখানে।
কিন্তু আবেগ কিনতে নয়,
আমি  অবশ্য যেতাম আবেগ বেচতে।

আমার শেষ মুহূর্ত পর্যন্ত ও মনে হয়েছে
বারবার এতো আঘাতের চেয়ে
আমি তোমাদের মতো হয়ে
বাচলেই হয়তো ভালো করতাম।
ওই জীবনে সুখ না থাকলেও
কষ্ট হয়তো থাকতো না।
মেকি হাসির আড়ালে ডুকরে কাঁদা
যেমন থাকতো না,
তেমনি রাতের কাছে জমা
হাজার গল্প ও থাকতো না।
হয়তো শেষ মেষ আমিও হার না মেনে বেঁচেই থাকতাম কোনোরকম।

এই শেষ সময়েও আমার একটি চাওয়া,
অন্তত একটিবার হলেও যেন তোমাদের
ভেতরটা ভাঙ্গে।
যেন তোমরা বুঝতে পারো বেচে থেকে
মৃত্যুর সিদ্ধান্ত নেয়া ঠিক কতোটা কঠিন।
মনে রেখো আমার গল্পে কিন্তু
তোমার সবাই খলনায়ক।