কবিতা কি শুধু দেবতা চরণে শব্দাঞ্জলী সম?
কবিতা কি শুধু প্রিয়ার আঁখিতে
প্রতিচ্ছবিই মম?
কবিতা কি শুধু ফুলের সুরভি?
আকাশের নীল খোঁজা?
কবিতা কি শুধু মনের পিঠেতে
বিরহের এক বোঝা?
কবিতা কি নয় গণ ধর্ষিতা
উন্মাদ হওয়া কিশোরী?
কবিতা কি শুধু শ্যামের অধরে
রাধিকা নামের বাঁশরী?
কবিতা কি নয় কাজ হারা কোনো
মজুর ঘরের জ্বালা?
কবিতা কি শুধু সুন্দর গলে
জুঁই,বকুলের মালা?
তাই যদি হয় কবিতা তোমায়
জন্মের মতো সরাব।
ক্ষণিক অনলে স্থিতাবস্থার
ছবি টাকে আজ পোড়াব।
কবিতা যেদিন রাষ্ট্রের মুখে
নাগরিক চড় কষাবে,
কবিতা যেদিন তোমাকে আমাকে
একই সারিতে বসাবে,
কবিতা যেদিন মুক্ত আকাশে
পাখিদের অধিকার,
সেদিন রইল কবিতার ঘরে
ফেরার অঙ্গীকার।