হঠাৎ কখনও বিশেষ সে এক দিনে,
ইনিয়ে বিনিয়ে বলছি কয়েক কোটি,
পতপত ক'রে ওড়ে দেশপ্রেম আর,
হোয়াটসঅ্যাপ বলে আমিও সুভাষ বটি।
বন্ধক রেখে শিরদাঁড়া প্রতি পদে,
কর্ম ক্ষেত্রে তেল মেরে মেরে যাই।
রাজনীতি আজ রাতের বিছানা চাদর।
পরের রাতেই পাল্টে ফেলছি তাই।
দেখো আমি চুপ নাবালিকা ধর্ষণে।
ফেসবুক পেজ স্ক্রল ক'রে ক'রে চলি।
প্রতি সকালের 'গুড মর্নিং' মত,
২৩ তারিখে 'জয় হিন্দ' টুকু বলি।
এসো না সুভাষ আর আমাদের মাঝে।
আবার কখনো সুযোগ যদি বা জোটে।
যেও যদি পারো সেই বাগানের বুকে,
যেখানে তবুও কিছু ফুল আজও ফোটে।