এই কথা তারে শুধাবারে চাই-
ছিল যাহা মনে,কেন বল নাই?
প্রেয়সী জানায় অশ্রুধারায়,
চাহিয়া কাতর নয়নে-
হয়েছে কি শেষ খেলা তব প্রিয়?
করতল মম পরশিয়া যেও,
সমাপন হোক শত সমারোহ,
নিশাবসানের আবহে।
দেখে মনে হবে পথ আমাদের
দুটি দিকে গেছে বাঁকিয়া।
পাতা হারা শাখা অম্বর পানে
এমনই রহিবে চাহিয়া।
জগৎ চক্ষু আড়ালে ফল্গু
বহিয়া চলিবে অবিরাম।
বহু দূর হতে আসা সেই সুর
জুড়াইয়া দিবে দুটি প্রাণ।
কথাহীন গান তবু মনে যদি
পড়ে কোনোদিন সে তোমার,
গত জন্মের সমস্ত ঋণ
শোধ হবে জেনো যে আমার।
কাঙ্ক্ষিত যত সুখ ছিলো মোর
ঝরিয়া যাইবে দু নয়ন,
প্রিয় ছুঁয়ে আসা পরশিবে যবে
ফাগুন রাতের সমীরণ।
সেদিনের পথ চাহি বসি আছে
বহু রাত জাগা যে আঁখি।
সেই কবে থেকে বন্ধ খাঁচায়
ডানা ঝাপটায় যে পাখি,
মুক্তি পাইবে নীলাম্বরের
কোলে মাথা রেখে সেইদিন,
সুধা ভরা তব আলিঙ্গনে
প্রেম যবে হবে সুধাহীন।
______________________
কেউ কখনো অবসর সময় পেলে হেড ফোনে শুনে দেখবেন।
আমার এই পড়া এই কবিতা আসরের আমার অন্যতম শ্রদ্ধেয় কবি মার্শাল ইফতেখার আহমেদ মহাশয়ের চরণে নিবেদন করলাম যিনি প্রথম থেকে এই আসরে আমার মতো লোককেও উত্সাহ আর অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন।যদিও তার আশীর্বাদের মর্যাদা আমি এই পড়ায় রাখতে পারিনি এবং তা অত্যন্ত স্বাভাবিক ভাবেই।তার জন্য আমি ক্ষমা প্রার্থী।