কোন সমীকরণেই তোমাতে উচ্ছেদ লেখা নেই!
ভন্ড পীরের রওশদ থেকে... সুবোধ বিবেকের
সুক্ষ-জ্ঞান,তোষামোদ ব্যাতিরেক......!
কোন অসম,উচ্ছল অসমীকরণ-জ্যামিতিক,
অযাচিত মানবিক- কোন কালেই অথবা
অকালের বিয়োগান্তিক পরিসরে দেখা যায়নি তোমাতে!
আচমকা জ্বর হলো,ঝড় হলো!
পৃথিবীর বর্ণাঢ্য,শিথিল সবকিছু ঠিক
চলমান,কোন অনিয়ম নেই!
কেবল তোমাতে উচ্ছেদ আমি!!