লোকে বলে উপাস,
আমি বলি না!
তুমি যাহা উপাস বলো,
তাহা যে রোযা।
উপাস নাহি ,
খাবার খাহি ভোর দিবা রাত্রি,
নিয়ত করে আহার করি;
রাখিছু যে রোযা।
নিয়ত বিনে , ঐ আহারে ,ফায়দা নাহি হয়।
নিয়ত বিহিন খাইলে তাহা উপাস বলা হয়।
আমি নাহি উপাস ভোগি,
আমরা রোযা আলা।
উপাস ভোগি হয়বে তারা,
নিয়ত ছাড়া খাইবে যারা;
করতে নিজের পেট ভারি।
রোযা রাখে মানুষ সবে,
খোদার সন্তষ্টি।