আপন মন করে আঞ্ছান।
থাকে শুধু নিরবে তোমাতে তোমাতে ।
গাহে গান ,নহে প্রাণ,
থাকো তুমি গাথা হিয়া।
রবে তুমি ,আছি আমি;
নেহি তুমি ,নাহি মুই।
আছিনু তুমি ,আছিনু আমি;
রবে মন ,একই প্রাণ।
চোখে জল ,ছল ছল;
গাহি গান, আছে প্রাণ।
চাহে তুই,চাহি মুই;
দেখিনু তুই,দেখিনু মুই;
রবে সুর, রবে গান;
বাধা মন, বাধা প্রাণ।
রবি তুই,রবো মুই,
আছিনু তুই ,আছে প্রাণ;
বাধা দুই, তুই মুই;
আপন মন ,আপন প্রাণ।