আমি দারাজ কন্ঠ,
আমি দেই হুংকার,
আমি করি না নত শির,
আমি চির বীর।
আমি চঞ্চল,
আমি রুখে দেই জালিমের হাত,
মুখে দেই অত্যাচারীর জবাব।
আমি সত্য, আমি মিত্র,
আমি সিংহ আমি হিংস্র জালিমের তরে।
আমি নই অপারগ মানব তরে,
আমি করিনা মাথানত অন্যায়ে।
যাহা সত্য, যাহাতে দেখায় সঠিক পথ,
সে পথে করি জীবন কুরবান,
ভেঙে দেই মিথ্যার হাত।
আমি দু'মুঠো আহারে পাই সুখ,
নাহি সুখ বিলাসিতায়।
আমি গর্জে উঠে দারাজ কন্ঠে,
যেটা পাই পাপ, জুলুম, ঘৃণা।
আমি সত্যের মিত্র অসহায়ের বন্ধু।
আমি অহংকারের পতন,
আমি লড়াকু আমি সৈনিক ।
আমি মুসলিম, করিনা নতশির যেথা পাপ যেথা নেই বিচার।