জাগো মুমিন জাগো উৎবিপ্ত তৌহিদি চেতনায়,
এই লৌহ গগন তীর্ণ ভূবন তৌহিদের হবে জয়।
তব প্রখল তীক্ষ্ণ মতবাদ সংগ্রামী জনতা।
দেও ডাক আনো সাড়া ইমানের মতালয়।
কর হুংকার ,দেও গর্জন ,কালেমার শক্তি নিয়ে।
তিব্র আকৃষ্ট মন লওয়ে ইমানি শক্তি নিয়ে।
আজ নেই কোন মতবাদ ,বিশৃঙ্খলায় কোলাহল সারা জাহান।
নেই শান্তি, নেই বিদ্রহী নেতা, নেই ইমানি শক্তি মুসলিম চেতোনায়।
জাগো জাগো তুলো পাল তৌহিদি জনতা।
দেও গর্জন আনো শক্তি ইমানের চেতোনায়।
দেও রক্ত ,দেও মরণ , জাগো শহীদি বাসোনা মনালয়।
জাগো মুমিন ঘুমিয়ে থেকোনা আর,বিজয় হবে কালেমার পতাকার।
করো নির্মূল বিশৃঙ্খলা ,আনো শান্তি এই বসুধালয়।
কর মন মতবাদ তৌহিদের হবে বিশ্বময়ী জয়।