সুখেতে তুমি দেখোনি তোমার দিক,
করেছো মোরে যত্ন হে আমার জননি।
পারিবো না সুদাতে কবু তোমার ঋন,
তোমাকে সালাম আমার মা জননি।
তুমিতো হেথা করেছো পালন মোরে,
কি পেয়েছো বিনিময়ে ?
দিয়েছু শুধু কষ্ট তোমায় হে মা জননি !
তুমিতো রেখেছো আগলে মোদের বটবৃক্ষের ন্যায়।
দেওনি কাদিতে মোদের তুমি,রেখেছো আচল ছায়ায়।
তুমি হে মা আমার ছায়া ভূমি,তুমি আচল মাখা ।
তুমি মোদের জান্নাত জাহান্নাম,তুমি নেয়েমত বিধাতা।
সুখেতে মোদের রেখছো সুখি,দুখেতে তুমি নিজেই দুঃখী।
দেওনি মোদের কষ্ট তুমি নিজে কষ্ট থাকি ।
হে! আমার মা জননি,
তোমাকে জানাই সালাম মোরা;
তুমি মোদের বৃক্ষভূমি।