আমি এমন কলম ধরতে চাইনা,
যে কলমে সত্য লেখা বারন।
আমি এমন জবান চাইনা, যে জবান অন্যায়ের পক্ষে থাকে,
যে জবানে নেই বাক স্বাধীনতা 😭
আমি এমন লেখা লিখতে চাইনা, যে লেখা নিমজ্জিত হয়ে যায়।
আজ আমার হৃদয় ক্ষত, যেখান থেকে শুধু আর্তনাদ আর জলন্ত অগ্নিশিখা দেখা যায়।
আমি আমি কিছু লিখতে বারণ,বলতে বারণ, তবে এ কেমন স্বাধীনতা দিয়েছো আমার মা?
আজ আমি অন্যায়ের বিরুদ্ধে যদি করি অভিযোগ,
দিতে হয় আমার তাজা প্রান,
হারাতে হয় তোমাকে সন্তান।
আমি আমার বসত বিটায় নিরাপদ নয়।
আজ আমি না পারি প্রাণ খুলে লিখতে, না পারি কিছু বলতে!
তবে এ কেমন স্বাধিনতা আমায় দিয়েছিলে উপহার।
এটাই কি আমার স্বাধীন দেশ?
এটাই কি আমার জন্মভূমি?
যেখানে আজ রক্তে ভেজা রক্তাক্ত পতাকা।