এই যান্ত্রিক কোলাহল এর শহরটার
ক্ষনিকের চুপসে যাওয়া,
নিজেকে গুটিয়ে নেওয়া,
না চাইতেও ভিজে যাওয়া,
তার মাঝে দমকা হাওয়া।
বৃষ্টি তুমি অবাক কর,
হঠাৎ করেই অঝোর ঝরো!
মন মাতানো মাতাল সে ঘ্রাণ,
বৃষ্টি তুমি প্রকৃতির প্রাণ!
কারো মনের চাপা কান্না
অনুভূতি নাম না জানা,
সব কটাকেই জাগিয়ে তোল,
বৃষ্টি তুমি অনেক ভালো!
লজ্জা রাঙ্গা সেই চাহনি
সৃষ্টি হাজার প্রেম কাহিনী,
অতীত মাঝে ফিরে যাওয়া,
হারিয়ে ফেলা স্মৃতি পাওয়া।
ভালোবাসি বৃষ্টি তোমায়!
হঠাৎ করেই ছোও যে আমায়,
ব্যালকনি টা বড্ড আপন
কাব্যিকতা'য় জাগাও এই মন।
ভালো থেকো বৃষ্টি তুমি,
আবার এসো, ভিজবো আমি!