ওহে তুমি আসবে না নাকি এ পাণে ?

আছি প্রতিক্ষায় তোমারই জন্য দিবাখন দরে।

ও মোর হিয়ার মাঝে আছো তুমি , মোর প্রাণ চক্ষু ভরা জল।

আসবে নাকি আসবে তুমি,না এটা তোমার ছল,?

এই বসুধার মাঝে আমি নাইবা পেলাম ঠাই।

তোমার ধরার মাঝে যেন একটু জায়গা পাই।

অনল ভরা হিয়ার মাঝে নাহি তোমার দেখা পেলে,
                              আধার জলে যাবো চলে নাইবা এলাম আর।

আসবে বলে নাহি এলে এটা কেমন ছল?

কোন ছলনায় পুড়লে এমন? অশ্রু ধরায় আমার এমন।

তোর আবেগের দিসারী মন,বুঝবি কি না বল,,,?