আমি এখন অনেক দূরে
আশেপাশে ভিড় জমেছে সুরে সুরে
মনটা তবুও খায় উইপোকায়,
দিনগুলো সব আচমকায় রং বদলায়
যাচ্ছি কোথা,ভাবছি না, এ যেন পথ না,
আসমান জুড়ে একফালি চাঁদ জোছনা

তোমার পাশে চুপটি বসে
নক্ষত্র সব অংক কসে।
জীবন নদীর খাতা খুলে,
মন জানালার নৌকার পাল তুলে,
চলছি আমি স্রোতের বাঁকে
দিকভুলানো নাইয়া যায় সাকে সাকে I

একটু থামকে পথ ধরেছি একা
শিশির ভেজা পথটা বেজায় আঁকাবাকা,
বনজঙ্গলি বুক মেলিয়ে ফুটেছে সখাসখা,
একটু যেতে পদ্ম পাড়ে মিললো দেখা।
বুনো হাঁসেরা সব বেঁধেছে কলকাকলি,
উপপোকা কেন বাসা বেঁধেছে গো মিতালি?