আমার আমি-
      কখনো হইনি খ্যান্ত
আমার আমি- যখন হয়েছি তুমি
      তখন হয়েছি বারবার ক্লান্ত
এই নির্মল বায়ু-
       ছিল সবসময় শ্রান্ত
যখন পরেছে তোমার নিঃশ্বাস,
       তখন হয়েছে দূষিত
ছলছল নদীর স্রোত-
        চলছে নিবীড় শান্ত
তোমার সন্তোর্পনে,
        হয়েছে অবিশ্রান্ত,
খোলা আকাশের পাখিরা-
        উন্মুক্ত গগণে মুক্ত
তোমার বানের আঘাত,
        করেছে ভারাক্রান্ত
যা কিছু ছিল শুকনো-
         তোমার স্পর্শে হয়েছে সিক্ত,
এইবার বসন্তে আগমনী বার্তায়,
        হবে নতুনভাবে অভিষিক্ত
যা কিছু হয়েছিল আনকোড়া,
      সেথায় পরেছিল তোমার হাত জোড়া।
করোনা স্পর্শ আর, ছুঁইলে হবে অপবিত্র
      পড়ছে বিপদে তোমার সতীর্থ
তোমার অশনি আলোতে,
          নেই যে কোনো জ্যোতি
গভীর অন্ধকারেও সে বাতি,
          করছে সবার যে ক্ষতি।
ফেলোনা তোমার ছায়া,
          ভীষণ বিভৎস সে কায়া।
ভীতিতে পড়ছে ঘরের নয়া জয়া,
এমন রূপে কেন আসো?
     অস্তিত্ব সংকটে ছড়িয়ে জাল মায়া।