আমি হারিয়েছি আমার কবিতার ভাষা,
কবে কাটবে তোমার আমার অমনিশা??
বইপড়া ছেড়েছি সেই অর্ধযুগ আগে,
কবে যে তোমার অন্তরে আমার প্রেম জাগে?
শিশির ঘাসে কতদিন আলতো পরেনি ছোয়া,
কবে পলাশ তলায় বসে হবে কথা কওয়া?
জলকেলিবার ছলে হয়নি যাওয়া নদীর ঘাটে,
কেমন করে অবচেতন মননে আমার দিন কাটে?
বকুল ফুলের ঘ্রাণ হয়েছে মলিন, হেরেছে সুবাশ
কবে আগমনী ধরা দিবে আমাদের চির নিবাস?
ফটোফ্রেমে নেই কোন স্মৃতি, কাহিনী, চরিত্র,
স্মারক হয়ে আছে গল্পের চাঁদ, সূর্য, নক্ষত্র।
বাসন্তীর বন্দনা নেই যে নিষ্প্রাণ পরান গণণে,
আলতো ছোয়ায় ফুটাবে না কী ফুল কাননে?