আজ মুই বেজায় খুশিরে মন ভুলানো পথিক,
দেখতে গিয়েছিলাম হাজার মাইল হেঁটে নদীর ধারে তোরে
পুরাটা পথ তোরে চাইয়া চাইয়া খুঁজি এদিক সেদিক।
চেতনায় আসলো মোর, তুই তো আছিস কল্পনার পরে ।

মুই যে পাতা কুড়ানি, মনের মধ্যে আকাশসম আঁকি
তোর ওই নীল দর্পণে কী ফুটে না মোর প্রতিচ্ছবি?
মোরে এতোটা পথ সাথে ঘুরাইয়া কেন দিলি ফাঁকি?
জগৎ মিছে হোক,তাতে কী? তুই তো কল্পনাতেই রইবি,

তোরে কী পাইতে যাইবো? ভাইবাই সুখী মোর মন
জানিস কী তবে,সুখ খুঁজতে কী লাগে এই ধরনী তলে?
মোরে দেইখা জাইনা নে,এই পাতা কুড়ানিই সেই জন।
মনের অসুখ ফালাইয়া সুখের বিলাপ করে চোখের জলে।

সাদা মনে সুখ আলাপ কইরা দেখিস মন যে মোর ভালো
হাজার নদী ডিঙিয়ে খুঁজে পাইবি নে কখনোই তুই সুখ
কি আর হবে খুঁইজা তারে? যদি মনে দ্বার থাকে কালো,
ভালো মনে খুঁইজা দেখিস,পাইবি দেখা সুখের অকৃত্রিম মুখ।