কথা তো ছিল অনেক বাকি,
না হয় পাঠিও অনুরে চিঠি।
উত্তর আমি দিবো ক্ষণে,
যত কথা সুপ্ত আছে মনে ।
তবুও লিখো একখানা পত্র,
ছুটে তো বেড়াইলে যত্রতত্র।
পাইছো কী অন্তরে শান্তি,
শুধুই বেড়েছে অতৃপ্তের ক্লান্তি।
জানি তুমি লিখবে মোরে সাঝে,
নিভু নিভু প্রদীপ জ্বলবে মাঝে।
সময় নিয়ে লিখিও মোর নামখানা,
তোমারআমার কত স্মৃতি এখন অজানা।
প্রতি উত্তরে আমিও জানাইবো তোমারে,
কেন? এতো কাল ছিলাম দূরে সরে।
আশায় বাঁচিয়ে রাখবে মোরে চিঠি,
স্মরণীয় করে রাখবে সে স্মৃতি।
আসবে একখানা পত্রে জীবন চরিত,
তখন নিয়তি রবে মোদের বিপরীত।
পাইবো যখন হাতে তোমার চিঠি,
সাঁঝে জোনাকির আলো মিঠি মিঠি।
ভাঁজ মেলিয়া দেখিব তাহা রিক্ত,
পত্রখানা হইবে অশ্রুজলে সিক্ত।
আসবেনা খোলা ডাকে আর বার্তা,
দিনবদলের ক্ষণে ভিন্ন পথে যাত্রা।