পরিশ্রমে অর্থ হলো,
        অর্থ পেলে সম্মান বাড়লো
সময় ফেরে ব্যর্থতা এলো,
      তখন আমার সবই গেলো।
হাপিত্যেশ হতাশায়,
      কাতর তখন পিপাসায়।
চিন্তায় খালি দুর্গতি,
       আশা জাগায় না উন্নতি।
মনোবল ভেঙে হাঁটুতে,
         পারিনা কেউ সবুর ধরতে।
ভুলি তখন অর্থের পরিশ্রম,
          সঙ্কায়, সংকটে যায় আশ্রম।
যখন ছিল অন্তরে আত্মবিশ্বাস,
      কর্মের শুরুতে পেয়েছি আশ্বাস ।
এখন এসে ব্যর্থতার ছোবলে,
         মনের স্পৃহা হুমকির কবলে।
ব্যর্থতার বাস রাখলে মস্তিষ্কে,
         সকল আশা যাবে হাত ফস্কে।
কোনো কিছু নয় সম্পূর্ণ, চূড়ান্ত,
            চলার পথে বাঁধায় হবে আক্রান্ত।
আত্ম স্পৃহা এক অলংকার,
           করতে হবে হতাশার সংস্কার ।
জীবনে যখন হয়েছি আত্মবিশ্বাসী,
              ব্যর্থতা কাটিয়েও হয়েছি আশ্বাসী।
সাফল্যের সুখ্যাতি করে আত্মহারা,
            ব্যর্থতার চাবিকাঠিতেই য জীবন গড়া।