ফুল লতাপাতা আঁকা ছবি,
এই আমার বসনা হওয়া কবি
মনের মধ্যে কতশত শব্দের পাহাড় ,
বেলাশেষে খুঁজে ফিরছে নৈপূন্যতা আঁকার
রং তুলি কাঠ কয়লার ছাইয়ের গুড়ো স্বল্প ,
ছোট ছোট কনক্রিটে ভড় করেছে স্থাপত্যশিল্প
দূরবীনে চোখ পেতে দেখা সেই ছোট্ট কুটির
কতটা ঘাম ঝড়ানো পরিশ্রম আছে শিল্পীর
বাংলা, ইংরেজি হাজার ইতিহাস সাহিত্য,
শত গল্পের মাঝে ভাটা পরে আছে স্থাপত্য
চোখের পলকে দেখি বড় বড় অট্টালিকা,
স্থাপত্যের নিদর্শন তা কোথাও নেই লেখা।
আজ কুঁড়ে ঘরগুলো পেয়েছে রূপান্তরিত নকশা,
কে গড়েছে ভিত্তি ? কেউ করেনি তা জিজ্ঞেসা
বুনন করছে খড় লতাপাতায় প্রত্যক্ষ নির্মাণ ,
বাবুই মোদের প্রকৃত স্থাপত্য শিল্পের কীর্তিমান ।