শীত আসছে, শীত এলেই তোমার কথা মনে পড়ে।
তুমি কি এখনো,তোমার প্রিয় উলের গরম জামাটি পরো,যেটা পরলেই আমি তোমাকে ক্ষেপাতাম।
জেব্রার ডোরাকাটা চামড়া বলে।
দু একবার তুমি কিছুই বলতে না।
কয়েকবার বললেই ধীরে ধীরে তুমি রেগে যেতে।
তোমায় ভীষণ ভালো লাগতো রেগে গেলে।
শীত আসছে,যেন তুমিই আসছো।
শীতে যদিও আমার একটু আধটু কষ্টই হতো।
আমার এলার্জির চিন্তায়,তুমি বেশ কেয়ার থাকতে।
শীত এলেই তোমার ব্যস্ততা যেত বেড়ে।
মাস্ক পর,মোটা কাপড় পরো,এটা ধরনা,ওটা করনা।
ফুলের রেনু আসবে ওর কাছে যেওনা।
এরকম অনেক কিছু আমার জন্য নিষেধ হয়ে যেতো তবুও আমি শীত ভালোবাসতাম,এখনো ভালোবাসি
কারণ শীত এলেই,তুমি আসো।
আমি এখন তোমার অপেক্ষায় চেয়ে থাকিনা,
শীতের প্রতিক্ষায় থাকি।
কারণ জানি তুমি কখনোই আসবেনা,
কিন্তু শীত আসবেই।