সমাজ বধির,সংজ্ঞাহীন-
তাই শুনেনা সে-
ভাসমান মানুষের আর্তনাদ।
সভ্য বলয়ের বাহিরে যাদের বাস-
বলে অসভ্য গোষ্ঠীর কিছু-
মূর্খ বর্বর লোক।
সমাজ ভাষাহীন,তাই বলেনা,
ক্ষুধার্ত মানুষের কথা।
যাদের স্বার্থ সাধুতা পায়ে দলে,
অগ্রমান এই নগর সভ্যতা,
যাদের মেরুদন্ড পল বেয়ে-
গড়িয়ে পরে ঘামের ফোঁটা-
সেই শ্রম ও শ্রমিকের কথা।
যারা কঠিন হাতে ঘুড়ায়-
অর্থনীতির শ্লথ চাকা।
সমাজ উন্মাদ অনুভূতিহীন,
কঠিন জড়-বস্তু,তাই বঝেনা সে
ছেলেহারা মায়ের হাহাকার,
ভাই হারা বোনের কান্না,
স্বজন হারানোর আকুতি।
সমাজ নির্বোধ নির্মম
মমতা নেই তার কাছে।