সভ্যতার আজ, কি হলো?                  
কেনো এতো বারাবারি,                    
সার্বভৌম স্বাধীন দেশে,                  
অন্যের কেনো পাহারাদারি।
                  
মানবতার মুখোশ পরে,                    
কেনো আসো তোমরা কে?                    
শক্তি মিশন চালাও তোমরা,                  
মনুষ্যত্ব সব,পায়ে দলে।
                      
নিজ দেশের সীমানা ছেড়ে,                  
  প্রতিবেশীর  ভূমিতে,                      
কেনো আসো? বারেবারে,              
  রক্ত মাংস চুমিতে,
                      
শান্তি সেনার সামনে যখন,                  
হাজার মানুষ হচ্ছে খুন,                    
কোথায় থাকে জাতিসংঘ,                  
কোথায় থাকে বান কি মুন।
                
রক্ত স্রোতে ভিজছে যখন,                  
ধূসর মরুর উষ্ণ বুক,                      
কোথায় থাকে বিশ্ব নেতা,                  
দেখিনা তো তাদের মুখ।
                    
পরমাণু চুক্তি করো,              
বিশ্ব শান্তি মুক্তিতে,
নিজের গোলা রাখছো ভরে,
মারণাস্ত্র সব শক্তিতে।

ন্যাটো তোমরা-নাটের গুরু,
ছদ্মবেশে বেশ পটু,
শান্তি মিশন পতাকা তলে,
মানুষ হত্যা বেশ কটু।

সমর শক্তি নিজের যখন,
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ,
নিরাপত্তার কথা বলো,
মিত্র বলে উদার মন।

জোড়ায় জোড়ায় জোট হয়ে-
জ্বালাচ্ছো যেই দাবানল।
শান্ত ধরা উঠছে মেতে
পাচ্ছি যে তার পোড়াফল।

নিজের ভূমি ফিলিস্তিনে,
  ইসরায়েলের গুলিতে
লুটিয়ে পরে নিথর দেহ,
  রক্ত ভেজা ধূলিতে।

এ সব দেখে বিশ্ব নেতা,
নিজে-চাদর মোড়ালে,
ভাঙবে কবে তাদের চেতন,
কতো মানুষ পোড়ালে।

মোশাদ'এর মদদ পুষ্ট,
শান্তি সুখের শত্রুরা।
দূর দিগন্তে আসছে দেখো,
বাবরী চুল,খিপ্র ঘোড়া।

শান্ত পথের সৈন্য যারা
মৃত্যুঞ্জয়ী,অকুতোভয়,
নির্যাতনের শিকল ছিড়ে
মুক্ত করবে বিশ্বময়।