হিমালয়ের পাদদেশ থেকে, দেখেছি নিজের উচ্চতা,
খর্বাকায় অতি ক্ষুদ্র অনু পরিমাণ নিজের অস্তিত্ব,
জানালো অবস্থান।
অতলান্তিক সাগরের বেলাভূমিতে দাঁড়িয়ে ছিলাম-কিছুক্ষণ
বিশাল বিশাল উর্মিমালায় ধুয়ে মুছে-
গেলো নিজের অহমিকা আত্মকথন।
সেবার সাহারা মাঝে,ধূ ধূ মরু প্রান্তরে,
আপাদমস্তক দিলো ঢেকে ধূলি ঝড়ে।
সেখানেও হারাই আমি,পাইনা আমাকে খুঁজে।
দৃষ্টির শেষ প্রান্তে দেখি আকাশ,জ্ঞান সীমার
বাহিরে থাকা মহাশূন্যে আমি লীন, ছিলাম না কখনোই।