নূর জাহানের সুন্দরে,
মরু দিশা হারা,
মোগল শাহের অন্দরে,
মধু বারি ধারা।
জ্ঞানে গুনে অন্যন সে,
সুগন্ধিতে মিশে,
হিন্দুস্তানের সম্রাজ্ঞী সে,
পড়েছি ইতিহাসে।
প্রতীচ্যের পাতায় কতো,
প্রতাপশীলা রানী,
অপ্সরী সৌন্দর্যে বিপদ,
আনলো টানি।
কিউপেট্রার মহমায়ায়,
ট্রয় নগরী ,
বিধস্ত বিলিন হলো,
ক্ষয়,মনোহরী।
হেলানা ইলিনা,এলিজাবেথ"
মহা রানী,
কলম্বাসের সমুদ্র যাত্রায়,
জয় দিলো অানি।
কতো যুগের পতন হলো,
কতো অভিযান,
কতো রক্ত শুকিঁয়ে গেলো,
সাম্রাজ্যের অবসান।
কতো কন্ঠে সুরের ধারা,
কতো হল গান।
মহা কাব্য লেখা হলো,
ভেঙে গেলো প্রাণ।
তুলি অাচঁড়ে অাকাঁ হলো,
মোনালিসার ছবি,
নারী সুন্দর প্রকাশিতে,
ব্যর্থ চেস্টা সবি।
কতো বীর হেরে গেলো,
নারীর পদপাতে,
হারালো কতো অভিযাত্রি,
রহ্যসময় রাতে।
সৃষ্টি হলো নারি অাবার,
বিনাশ তার মাঝে,
অনুপ্রেরণা পায় পুরুষ,
সৃষ্ট সকল কাজে।
নারী হলো মায়ে জাতি,
শ্রদ্ধা তাদের প্রতি,
নারী তোমরা প্রতিজ্ঞা কর,
দাও প্রতিশ্রুতি।
তোমাদের ভুমিকা অনেক,
সৃষ্টি সুখের তরে,
সঠিক ভাবে করবে পালন,
নিজের মনে করে।
আমরাও,এই কথা দিলাম,
করবো না আর ভুল,
শ্রদ্ধার্হ ভালোবাসয় তোমরা,
থাকবে অতুল।