ভালোবাসা এক অপ্রতিরোধ্য টান।
জাফরান,গোলাপ অর্কিডের নয়,
এ এক অব্যক্ত অপার্থিব সু ঘ্রাণ।
ভালোবাসা এক স্বর্গিও অনুভুতি,
দেহ মনের ক্ষত -বিক্ষত শিহরণ,
যার আগমনে সবিনয় অনুমতি।
ভালোবাসা আনন্দ,ব্যাথা দীর্ঘশ্বাস,
জীবন পাতায় লেখা শ্রেষ্ঠ সাহিত্য,
অতীত বর্তমানে,বহমান ইতিহাস।
ভালোবাসা কঠিন ত্যাগের উপমা।
যার ভাঁজে ভাঁজে আছে অপূর্ণতা,
আছে ভুল,অপরাধেও আছে ক্ষমা।
ভালোবাসা অবাক প্রথম বিস্ময়কর,
নিজের বিপণ্য অসতীত্বের মাঝেও
কখনো সে আপন,কখনো সে পর।
ভালোবাসা গিরগিটির মতো,বহু রুপি
পরিবেশের সাথে সাথে রং বদলায়।
প্রকাশ্যে হাসায়,সে কাদায় চুপি চুপি।
ভালোবাসা জট,দুর্বোধ্য কোনো ভাষা।
প্রাগৈতিহাসিক জণপথ,বিলীন সভ্যতা,
অধুনার মাঝে সেতু বন্ধণ,এক আশা।
ভালোবাসা জীবনের অবিচ্ছেদ্য অংশ,
সুখে দুখে আমাদের পথ চলার রসদ,
আমাদের সৃষ্টিশীল করে,করে সে ধংস।