আমি খেলার ছলে অসম্ভবের মাঝে আত্মহুতি দিয়েছি,
স্বপ্নের ঘোরে কখন যে করেছি বিষ পান,
তা আমি নিজেও জানিনা,

এখন আমার শরীর বিষের ছোঁয়ায় নীলাক্ত, অজস্র যন্ত্রণায় আমার হৃদপিণ্ড বারবার স্তব্ধ হতে চায়,

অস্পষ্ট চিৎকারে কেঁদে ওঠে আমার মন, দেহের মাঝে, আঘাতে আঘাতে জর্জরিত রক্তাক্ত হৃদপিণ্ড,

আমাকে স্বপ্ন দেখতে বারণ করে,বলে,
তোমার সমস্ত চাওয়া-পাওয়া ইচ্ছা আর
ভালোবাসা,

এখানেই সমাহিত করো, এখানে স্থাপিত হোক,
তোমার ভালোবাসা আর ইচ্ছার সমাধি,

তোমার বুকের গহীনে,
একান্ত তোমার নিজস্ব ভালোবাসার সমাধি ক্ষেত্র।