বিদায় বিদায় ওহে ২০২৪
তোমাকে জানাচ্ছি বিদায়
তুমি থাকো ইতিহাস হয়ে
ইতিহাসের পাতায়
তোমার মাঝে লুকিয়ে আছে
সুখ দুঃখের দিন
তোমার কথা পড়লে মনে
বাজে ব্যথার বীন
বিদায় বেলা জানাই তোমায়
বিদায় সম্ভাষণ
রাখবো তোমায় মনে মোরা
হে দুই হাজার চব্বিশ সন