আমাকে বলা হলো,
বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করতে,
তারা কি জানে,
বঙ্গবন্ধুকে নিয়ে যদি আমি রোজ একটি করে কবিতা আবৃত্তি করি,
আমার জীবন দশায় তা কখনো শেষ হবে না, বঙ্গবন্ধু তো কোন ব্যক্তি নয়,
বঙ্গবন্ধু যে একটি জাতির ইতিহাস,
একটি জাতির জন্ম,
একটি দেশের লাল-সবুজের পতাকা,
বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিনিয়ত রচিত হয় অজস্র ইতিহাস,
অজস্র গল্প-কবিতা,
অথচ তারা বললো,
আমাকে একটি কবিতা আবৃতি করতে হবে,
আমি পারবো না, আমি পারব না শুধু একটি কবিতায় বঙ্গবন্ধুকে নিয়ে বলতে,
আমাকে ক্ষমা করুন,
আমাকে ক্ষমা করুন আমার অক্ষমতার জন্য,
আমি পারবোনা বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করতে।