আমি আর তোমাদের নগরীতে যাব না
আমি আমার জন্য স্বতন্ত্র নগর গড়ে তুলেছি
যেখানে আমার স্বপ্নে অন্য কেউ নেই
আমার স্বপ্নগুলো আমাকে ঘিরেই আবর্তিত
আমি এখন নিজেকে ভালবাসতে শিখে গেছি
বুঝতে শিখেছি মানব হৃদয়ের দুর্ভেদ্য রহস্য
মানুষের নিজের চেয়ে আপন আর কেউ নেই
স্বার্থের বন্ধনে আবদ্ধ সকল বন্ধন
নিজ স্বার্থের কাছে পরাজিত সব
তোমাদের কোলাহলের নগরী ছেড়ে
স্বতন্ত্র নগরে আমি রয়েছি মেতে
স্বপ্নে সৃষ্ট প্রেয়সীর সাথে ভালোবাসার খেলায়,
আমি নিজেকে শিখেছি।
মানব হৃদয় পার্থিব দুর্ভেদ্য, স্বার্থে আবদ্ধ, বন্ধনে সৃষ্ট সব।