আমি মেঘ হবো না,
মেঘের থাকে বুক ভরা কান্না
যা বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে,
আমি নদীও হবো না, নদী শুধু বহেই চলে
কারো কাছেই স্থির থাকে না,
আমি সাগরও হবো না,
সাগরের বুকে জমা থাকে
অজস্র কষ্ট ভরা কান্নার নোনা জল,
আমি আকাশ হবো,
আমার দিগন্ত জুড়ে থাকবে ভালোবাসার সুবাতাস, জোসনা ভরা রাত, তারাদের ঝিকিমিকি,
কষ্ট পেলে আমি নীল বর্ণ ধারণ করব,
দুঃখ পেলে অশ্রু ঝরাবো,
ক্ষুব্ধ হলে লন্ডভন্ড করে দিব সব,
আমি আকাশ হবো,
আমার দিগন্তে জুড়ে ঘুরে বেড়াবে সাদা মেঘের ভেলা,
রূপলী চাঁদ আর তারাদের নিয়ে সাজাবো আমার প্রাসাদ, আমি মেঘ হবো না, আকাশ হবো।