বোবা কণ্ঠে প্রথম কবিতার নাম রেখেছিলাম 'জন্ম'
কান্নার শব্দ দিয়ে রচিত কবিতার অন্তরালে
একজন মায়ের সাত মৃত্যুর যন্ত্রণা ছিলো,
স্বর্গ সুখের হাসি ছিলো,
একজন পিতার স্বপ্নও ছিলো।
এরপর 'শৈশব' লিখলাম
'কৈশোর' লিখলাম।
ভালোবাসার রঙ মিশিয়ে লিখেছিলাম 'যুবক'।
পর্যায়ক্রমে- সংসার, সন্তান, বার্ধক্য।
আমার শেষ কবিতার নাম রেখেছি 'মৃত্যু'।
হে পাঠক, জেনে নাও-
একেকটি জীবন একেকটি মহাকাব্যের পাণ্ডুলিপি,
কোনোটি হারিয়ে যায় কালের আবর্তনে,
আবার কোনোটি মুদ্রিত হয়ে
সাক্ষী হয় ইতিহাসের।
হয়তো তুমিও...
আমিও...।