আমি নয় মাসের বসত ভিটা থেকে পালিয়ে আসিনি,
আমি স্বেচ্ছায় আসিনি,
আমি আসিনি-
আমি আসার আনন্দ উৎসবে সামিল হতে।
ঋণখেলাপী কৃষকের মতো আমাকে টেনে হিঁচ্ড়ে
নিয়ে এসে ছিলো কেউ,
আমি আনন্দে আসিনি, সুখে আসিনি, স্বেচ্ছায় আসিনি।
তবুও প্রথম যে দিন ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম
আমার ঘর ছাড়ার কষ্টে, সুখ ছাড়ার কষ্টে,
নিরাত্তাহীনতার আবেশে কেঁদেছিলাম,
খুব করে কেঁদেছিলাম
পরাজিত প্রেমিকের মতো।
আমি কেঁদেছিলাম আতংকে,
ধীরে ধীরে আমি
আতংক'কে মনে করতে লাগলাম আনন্দ।
যখন আমার ভুল ভাঙে
আমি একটি চিরন্তন সত্যের অপেক্ষায়।
আমি অপেক্ষায় আছি-
একটি স্নিগ্ধ সকালের মতো কোমল
একটি মিলনাত্মক গল্পের মতো সুন্দর
একটি অপরাজিত যোদ্ধা'র মতো বীরত্ব'কে বরণ করার জন্য।
নিশ্চিত থাকো-
আমি তখন হেসে উঠবো যুদ্ধ জয়ের আনন্দে,
কারামুক্তির আনন্দে,
ঘরে ফেরার আনন্দে।
সেদিন যদি আমি বলতে না পারি
তোমরা বুঝে নিও-
আমার শেষ হাসিতে পৃথিবী থেকে পালিয়ে যাবার আনন্দ আছে।