আমি
খন্ডিত বিবেকের কাচের টুকরোর উপর
নৃত্যরত রক্তাক্ত আবেগ।
আমি
দমকা হাওয়ায় মলিন হওয়া
বৃষ্টিহীন আকাশের আতংকিত গর্জন।
আমি
অন্তহীন কষ্টে শান্তহীন মনের বেদনা লুকানো
কান্নাহীন নয়নের বিবেগ।
আমি
মানুষের নির্যাতনে কান্নারত
সাত কাহনের বন্ধু।
আমি
সবার মাঝে হারিয়ে যাওয়া
এক মনভোলা কন্ঠস্বর।
আমি
হুইল চেয়ারে ধুক ধুকে থাকা
জাতির মুক্তি পক্ষ।
আমি
লাল সবুজের পতাকা রাখার
পবিত্র বক্ষ।
আমি
কলম হাতে যুদ্ধে যাবার
নতুন সেনার উৎসাহ।
আমি
তুলুল শীতের শুকনো ধরনীর বুকে
নব বসন্ত।

আমি
আমাকে চিনতে না পারা প্রাণ প্রেয়সীর
নিশ্চুপ অভিমান।
আমি-
আমার আমিকে সবার করার
কবিতার অভিযান।
আমি...
আমি কে?
আমি সে...!!