হে সমকালিন কবি-
একটা কবিতা লিখো;
সে কবিতায়-
বেওয়ারিশ লাশের রক্তে
প্লাবিত রাস্তার কান্না লিখো,
লাশের ভেতর বেঁচে যাওয়ার স্বস্তি লিখো,
অতঃপর থেমে যাওয়া হৃদপিণ্ডটি খুঁচিয়ে দেখে-
প্রেম লিখো, বিরহ লিখো;
আকাশ কুসুম স্বপ্ন লিখো।
তারপর-
যদি তোমার চোখে জলের কোনো আভাস থাকে
পাঠকের কাছে মানুষ হবার উপায় লিখো,
যদি নিজের বুকে কষ্টের কোনো সাক্ষী না পাও,
তবে-
মানুষ বেশে তুমি সহ পশু গুলোর প্রমাণ লিখো।
অতঃপর আমি-
তোমার লেখা শেষ হলেই
কবির আগে মানুষ হবার দাবী লিখবো,
তৈরী থেকো।।