আজ অবধি যা অবোধ্য সে তোমার চোখ
তোমার চোখদুটি চর্যাপদ
অথবা কালিদাসের শ্লোক
সংস্কৃতের জটিল ধাঁধা অবাঞ্চিত আপদ
আমি স্বল্পবুদ্ধিমান আদম উত্তরসূরি
হাঁ করে তাকিয়ে থাকি
তোমার অমন কলকলানো ছলচাতুরী
পূর্ণ দুটি আঁখি
আমি বুঝবো কেমন করে?

চোখের ভাষা খুঁজতে গিয়ে মাথা ঘোরে
কোটর ভরা দুইটি বল সাদাকালো
ডানে বাঁয়ে উপর নিচে ঘূর্ণায়মান
দৃষ্টি প্রদীপ কখন কোথায় কি পেলো
সে কি আমার অভিজ্ঞান!
অতশত বুঝি না প্রতিক্রিয়া তাদের

কি বলে না বলে বুঝতে গিয়ে
ঝুলে থাকি কার্নিশে দ্বিধান্বিত ছাদের!