আকাশের তারাও তো ধ্রুব নয়,
ক্ষয়ে যায়, মিলিয়ে যায় দিনের আগমনে।
তাও সে রয়ে যায় অগোচরে।
আমিও হারাতে হারাতেই বলে যাই
আমিও আছি তোমাদের মাঝেই,
দিনের আলোর ঠিক আড়ালেই।
তোমাদের মিলনমেলায় আমাকে পাবে না,
তবু আমার প্রাণের স্পর্শ রয়ে যাবেই
তোমাদের সকলের মাঝে,
স্পর্শের বাইরে থেকেও।


(২৩ মে ২০১৪ ইং)