একটা সময় ছিলো
যখন সময়ের মাঝে আলাদা সময় বইতো।
কথার মাঝেও হতো আলাদা ভাবের বিনিময়।
তুমি আর আমি সবার মাঝে থেকেও
ছিলাম শুধুই আমরা।
আমাদের স্বপ্নগুলো সব এক সূতোয় গাঁথা না হলেও
একই সাথে স্বপ্নেরা জাল বুনতো।
সময়ের সেই উত্তাল ঢেউগুলো
এক এক করে স্তিমিত হয়ে গেছে।
কথায় এখন আবেগের চেয়ে অভিযোগ বেশি।
এখন আমরা আমাদের মাঝে থেকেও
প্রত্যেকে ভিন্ন ভিন্ন আমি।
স্বপ্নগুলো একে একে সুদূরে হারিয়ে গেছে,
শুধু রয়ে গেছে পরিত্যাক্ত জাল।
আর সেই জালে এখনও আটকে আছি
তুমি আর আমি।