(একটি গীতি কবিতা)

ভুল তাড়ানি সূত্র খোঁজে সবাই কি হায় ভুল করে যায়
সঠিক পথের খোঁজ না পেলে পৌঁছে যাবে ভুল ঠিকানায়।
যোগ-বিয়োগে জ্ঞান হারালে অঙ্কে আঁকা নম্বর ভোলে
সেরের উপর সোয়া চড়ালে বন্ধ কপাট আগল খোলে।
ভুল ঠিকানার সন্ধান করেই জীবনখানা কেটে যায়।

থাকলই না হয় বুকটি তোমার ভালবাসায় ঢাকা
একটু ভুলেই জীবনখানা হতে পারে ঊষর ফাঁকা।
আগলে রেখে শূন্য গোয়াল কী হারালে কর খেয়াল
আসল ছেড়ে ধরতে মেকি করছিলে খোঁজ এতকাল?
ভুল ঠিকানার সন্ধান করেই জীবনখানা কেটে যায়।

নেই রে দেয়াল নেই তো খুঁটি বসে আছো কোন ভেলায়
ভরা জোছনার খবর পেলে জানান দিও আগ-বেলায়।
যোগ-বিয়োগের ফল মিলাতে সতর্ক যে হওয়া চাই
ঝরা ফুলের মালা যেন সঙ্গে নিতে ভুলো না হায়।
ভুল ঠিকানার সন্ধান করেই জীবনখানা কেটে যায়।

কোন সুরেতে বাঁধি জীবন কোন সুতোয় গাঁথি মালা
আঁখির জলে পূর্ণ কলস হৃদয় চিরে হয় উতলা।
অন্তর ব্যথায় জ্বলে এ মন  মুখ ফোটে না, ফাটে হিয়া।
মন না জেনে করলে পীরিত ষোল আনা হয় দেওলিয়া
সবাই কি হয় মনের মত? না, একজনমে সব পাওয়া যায়?
ভুল ঠিকানার সন্ধান করেই জীবনখানা যায় কেটে যায়।


🔯  কবিতাটি "জলতরঙ্গে কাব্যভেলা" (পৃষ্ঠা - ১৪) কাব্য সংকলনে প্রকাশিত।