আজ বসন্তের মৃদুল দোলায় উষ্ণ পরশ আনে
চঞ্চলমন ঘর ছেড়েছে উতাল হাওয়ার টানে।
গাইছে কোকিল গাইছে ফিঙে কুঞ্জবনের ছায়
শালিক ঘুঘু দোয়েল শ্যামাও মধুর সুরে গায়।
প্রেমের মরশুম এলো বুঝি শিমুল পলাশ শাখে
কৃষ্ণচুড়াও আবীর ছড়ায় ফাগুয়ার রঙ মেখে।
ঝিঁঝিপোকার ঝিমধরা ডাক কান যে ঝালপালা
নদীর কুলে রাখালিয়া-বাঁশি গলায় বকুল মালা।
অশোক বনে যায় ডেকে ঐ পিঁউকাহা বুলবুল
ফুল থেকে ফুল উড়ছে অলি মধুকরে মশগুল
পাতার আড়ে সঙ্গোপনে ডাকছে কি পাপিয়া
ভালবাসার মাসুক যাচে কাছে সে তার প্রিয়া।
বসন্তের এই স্নিগ্ধ প্রত্যুষ; প্রাণের তোরণ খোলা
লাল কোরকের পাঁপড়ি ছুঁয়ে মনের কথা বলা।
ভালবাসার প্রিয়তমে মুক্তধারায় হৃদয় মেলে ধরা
কপোত কোমল পরশ পেতে মন হয় পাগলপারা।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৬৭) কাব্যগ্রন্থে প্রকাশিত।