ভালোবাসার আদল আছে কি?
থাকলে তা হবে আণ্ডা সদৃশ,
হয় না কখনো দৈর্ঘে-প্রস্থে এক।
কখনো সুস্বাদু পুষ্টিকর
কখনো আবার অম্বল প্রদায়ক।
কোথাও সে ভারী শক্তিশালী
কোথাও নির্জীব ক্ষণ-ভঙ্গুর
আবার কখনো 'অশ্বডিম্ব'বত।
ভালোবাসার আদলও তা-ই
যেন বদলায় অবিরত।
চোখ-কান খোলা যে ভালোবাসা
তার নিগূঢ় প্রত্যাশাও থাকে
কিছু ভালোবাসা আছে অন্ধ বটে
ডান-বাম বোঝে না এরা
শুধুই একমুখী, স্থির ধাবমান।
পাত্রভেদে কোথাও শক্তিশালী
কোথাও সে ভারী দুর্বল
আবার পাত্র গুণেই হয় উদ্বায়ী
কিংবা অথর্ব মোহের বৃথা ক্রন্দন
স্থানে কালে ভালোবাসা রূপ বদলায়।