নীতি কথার প্রীতি আছে ঢের!
পুণ্য পাপের ভীতি আছে ফের
ভণ্ডের হাতে আছে শতেক কলা
সাদা-কালোয় রং মেখে গল্প বলা।
শতরূপে বহুরূপী মোড়কে ঢেকে
চমকিত অবয়ব চিনবে কী দেখে?
রূপের আড়ালে আছে কী-বা রূপ
সত্যটি জানলে জ্ঞান পাবে লোপ।
আদর্শের নেই আপোষ মিথ্যার সাথে
দর্শন ভোলে না সে মেকি করাঘাতে।
আদর্শের আলো যেন তুষের আগুন
ঝড়ে জলে ধুয়েও যায় না মুছে গুণ।
কয়লাকে যত তুমি ঘষে সাফ করো
তত বেশি ময়লা সে করবেই জড়ো।
মুর্খকে যত ছড়াও জ্ঞানের আলো
ঘুচবে না জেনো তার আঁধার কালো।
ছত্রপতির মতিগতি বোঝা বড় ভার
স্তাবক হীন কাটে না মুহূর্তটি তার।
স্তাবকের ইনাম হোক একমুঠো ছাই
সত্য অপ্রিয় হলেও বরণ করো তাই।