উৎসর্গ: কবি রিঙ্কু রায়কে -
সম্প্রতি যে ঝড়ে কবির জীবন তছনছ হয়ে গেছে তার কোন সান্ত্বনা চলে না। কাছের মানুষ, আপনজনের দায়িত্ব হ'ল বাস্তবতার চামর দুলিয়ে শোকের ভয়াবহতাকে ধুয়ে মুছে ব্যথাতুরকে যতটা সম্ভব হালকা করা। তেমন প্রয়াসই পেয়েছি এই কবিতায়। সময় সুযোগের অভাবে পোস্ট দিতে দেরি হ'ল। কবির জন্য অসীম শুভ কামনা -
-----------------------------------------
ভুলতে চাইলেই যায় কি ভোলা তারে
যায় হারিয়ে যে, শূন্য করে কোল
ফাগুন বসন্তের ওম-পরশে
সে-ই যে ছিল প্রাণের ফোটা ফুল!

যতই সুরে মন মুকুরে যাই না গেয়ে গান
সাজাই ফুলের বাগান
কাছে দূরে বিধি আমার
মিটিমিটি হাসে, মুখটি করে ব্যাধান।

শিল্পী আমি মনের মাধুরী দিয়ে
যতই গড়ি না চারু ও কারু! কেন ভণ্ডল?
কী নিদাঘ দাহে সব তছনছ?
বুঝি না, কী খেলায় সে আছে মশগুল!

যে তৃণলতা পাতার আড়াল ভেদি
সূর্য পরশ নিতে দেয় উঁকি-ঝুঁকি
অমোঘ বিধির মনে, কী আছে কে জানে,
কেন রাখে তারে চিরতরে ঢাকি?

এক্রাইলিক প্রীতির বুননে যে প্রেম
বাঁধে বাসা নিয়তির প্রচ্ছন্ন ছায়ায়
অমোঘ সে বিধি হেলেফেলে কেন
অবলীলায় সবই পায়ে দলে যায়?

হায় বিধি, আমার ভাগ্যের নিধি
মেতে আছো কোন হেয়ালী খেলায়
হৃদয় তোমার একটুও কাঁপে না
স্বপ্ন আমার যখন মাঠে মারা যায়?
____________________
⭐কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-১৪) কাব্য সংকলনে প্রকাশিত।