কবি সুমিত্র দত্ত রায়ের 'এ কেমন খেলা' কবিতার মন্তব্য প্রতিক্রিয়ায় সৃষ্ট কটি লাইন তাঁকেই উৎসর্গ করছি -
------------------------------------------

স্বপ্ন জড়িয়ে যায় ঊর্ণনাভের জালের পরে
আশা ভাঙে, পাড় ভাঙে ...জীবনের খেলাঘর
ঘষে ঘষে ক্ষয়ে যায় স্বপ্নসীর অন্তর...

নিষাদ ফেঁদেছে জাল মননের চরে
শিকড়েতে নেই মন, ঘরে পরবাসী
ইথারে ঘুরছে নেটিজেন হয়ে অভিবাসী।

প্রগতির এ কী রূপ! এ কোন অধোগতি?
আমি দূষি নিয়তিরে, নিয়তি আমায়;
স্বপ্নের আঠা ক্রমে জলো হয়ে যায়!

মননে ধরেছে ঘুণ জীবন পেয়েছে গতি
আকাশজুড়া স্বপ্ন ছিল তারা ঝিলমিল
কোন বিষে স্বপ্নগুলো হয়ে যায় নীল?