হৃদয় খামচে ধরে ভালোবাসার গোলাপ কুঁড়ি:
এরাও বিকশিত সভ্যতার আমেজ পেতে চায়
ছিন্নমূল চিন্তাধারার বিক্ষিপ্ত পাপড়ি দল মেলে,
গহীন শীতের কুয়াশা পরে জাতে উঠে
পার্থিব ছোঁয়ায় – সফলতার সদম্ভ উপস্থিতি!

রাতঘুমে জাগে তারা-গোনা আকাশের নৈশপ্রহর;
মিহিন কবিতিকার তন্তু-বয়নে নিরলস কারুকার
সপ্তকের তার টেনে ছেড়ে দিনভর সুরারুপে ব্যস্ত
ঋতুঋষি ভাত-শালিক গলা সাধে যখন তখন -
বসন্ত যদি না-ই আসবে কোকিল কেন বাসা খোঁজে?

বিম্বিত প্রচ্ছদে সংবেদী সাথী দূরের ধ্রুবতারা
নিমগ্ন চিতে ক্ষুধা কামনারা একাগ্র উপাসনায়...
জল-কলস্বরে ব্যথাহত তটিনীর বিষাদ বিলাপ
সময় প্রস্রবণ নিমগ্ন কালের শিরা উপ-শিরায়
বীণার তারে ঝংকৃত সুখ-বেদনার ঐকতান।

_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-১৬) প্রকাশিত