এক চোখে তার নোলক পলক
আর চোখেতে হীরের তিলক
অরূপ বিভায় অঙ্গ জড়ায়
আলোক প্রভায় প্রাণ উছলায়।
অঙ্গ ধোয়া চাঁদের জ্যোতি
যায় ছড়িয়ে আলোর দ্যুতি
প্রখর সে আঁচ রৌদ্র তাপের
জ্যোতি ছড়ায় স্নিগ্ধ প্রাতের।
প্রীতি সুধার অমিত সাগর
যেন সুরভিহীন সাদা টগর
দূর দিগন্তের সেই সে হাওয়া
নিঝুম ভুবন স্বপ্ন ছাওয়া।
রাগ রাগিনীর বিপিন বীণা
কী সুর তোলে যায় না চেনা
সুখ পরশে কার তনুমন
তান সোহাগে রঙায় ভুবন।
তাপিত ওমের স্বপ্ন জীবন
থরথরো হিয়া স্খলিত চরণ
কী দিয়ে সাজাবে তারে -
আতস আলোয় কি তিমিরে?