সময়ের সঘন শিরায় বিলীন যাপিত অতীত,
নিঃসীম আকাঙ্ক্ষারা আজ স্বেচ্ছা নির্বাসনে।
খেলার ছলে - খেয়ালের আলোছায়া হারায় দূরে
যাত্রা শেষে মরমে ভাসে কিছু কানামাছি খেলা!
অচ্ছুত ভাবনার মৃণ্ময় আঙ্গিনা ছুঁয়ে তাই
সময়ের স্বপ্নঘুড়ি বারবার খাবি খেয়ে যায়।

ধূসর অতীত জুড়ে নালায়েক স্বপ্নের বাস
ধীর লয়ে কেটে গেছে রৌদ্র মেঘের বেলা,
আড় নয়নে ভাবনা হারায় আপন মহিমায়।
হৃদয় কৌমুদে ফুটেছিল দ্যুতি গোলাপি আভার,
ইচ্ছা-পাখির ডানায় উড়া সুখের কিছু রেণু,
সলাজে হারায় ক্রমে দিগন্তের অন্তরালে।

বীণার তারে আনমনে কেঁদে মরে উদাস দুপুর
বিষাদের গান মাতম করে বৈশাখী ঝড়ে ডুবে,
আকাশ-মাটি একাকার আজ স্বপ্নের সীমানায়
জোনাকের পুচ্ছে জ্বলে আশার আলো,
স্বপ্ন ধরি কিছু সুতোকাটা ঘুড়িতে ছেনে, মোড়ক খুলে দেখি –
স্বপ্ন-হাটেই তারা কেমন নিজেকে বিকোয়!
____________________
⭐কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-২০) কাব্যগ্রন্থে প্রকাশিত।