নিরক্ষর আমি
তাই, নিরক্ষরেখার পাশে
একটি বাড়ি বানাতে চেয়েছিলাম:
স্থাপত্যবিদ আমার হাতে ধরিয়ে দেন -
অক্ষরেখা আর দ্রাঘিমার জটিল মাপের কারুকাজে আঁকা
একটি কিম্ভুত নকশা!

জেগে উঠি আমি,
বুঝে উঠতে পারছি না কিছু;
একি গ্রহ-নক্ষত্রের সংযোগে গড়া আমার কুষ্ঠী
না কি বাড়ির মাস্টার প্লান!
এ কি স্বপ্নের মৃত্যু না বাস্তবায়ন!
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৪৬) কাব্যগ্রন্থে প্রকাশিত।